অপরাধ

রিসোর্টে নারীকাণ্ড গাজীপুরের সাবেক এসপি-ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৩১:৩৪ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 9

গাজীপুরের জয়দেবপুরে পাঁচ পুলিশ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন এক কলেজছাত্রী। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দিলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
অভিযুক্তরা হলেন, গাজীপুরের জয়দেবপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ স্বরমঙ্গল গ্রামের সৈয়দ মো. মিজানুর রহমান, সাবেক পুলিশ সুপার কাজী সফিকুল আলম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি দেলাওয়ার হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের স্টেনোগ্রাফার মো. আব্দুল করিম।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি রাতে কলেজছাত্রীর ফোন পেয়ে তাকে একটি রিসোর্ট থেকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে ধর্ষণ মামলা থেকে রক্ষা পেতে গাজীপুরের সাবেক এসপি কাজী শফিকুল আলম ও ডিবি পুলিশের ওসি দেলাওয়ার হোসেনের পরামর্শে ওই ওসির প্রথম স্ত্রীর উপস্থিতিতে ১৮ জানুয়ারি কলেজছাত্রীকে বিয়ে করেন মিজানুর রহমান। বিয়ের পর একদিনের জন্যও তার সঙ্গে সংসার করেননি। মামলার আলামত নষ্ট করে গত এপ্রিলে গোপনে তালাক দেন ওসি।
এদিকে দুপুরে ওই কলেজছাত্রী তার মাকে সঙ্গে নিয়ে গাজীপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানান, রিসোর্ট থেকে ডিবি পুলিশ উদ্ধার করে তাকে গাজীপুরের পুলিশ সুপারের কাছে নিয়ে যান। তার কাছে সব জানিয়ে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ হেড কোয়াটারে ওসি মিজানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে এসপি কাজী শফিকুল আলম তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন, মিরাজুল ইসলাম ও ওসি ডিবিকে ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলেন। এসপির কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি।
এ ব্যাপারে জয়দেবপুর থানার সাবেক ওসি সৈয়দ মিজানুর রহমান বলেন, আমি বিয়ে করেছি। বনিবনা না হওয়ায় গত এপ্রিল মাসে আইন মেনে তালাক দিয়েছি।

0Shares

আরও খবর

Sponsered content