প্রতিনিধি ১ জুলাই ২০২৫ , ৮:৪০:৩৪ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার :: রাজনৈতিক প্রতিহিংসা, এলাকার আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুরের টঙ্গীর ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খান মিরাজের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন একটি মহল। গতকাল (৩০ জনু) রাতে বজলুর রহমানের বাড়িতে নিছক একটি ঘটনাকে কেন্দ্র করে আমার পরিবারে সাথে কথা কাটাকাটি ও একটু হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটানাকে পুজি করে বজলুর রহমানকে দিয়ে ছাত্রলীগ ও স্থানীয় কিছু বিএনপির নেতারা আমার পদ পদবী খেয়ে ফেলবে এবং আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছেন।
এ ঘটনা বিবরণ দিয়ে ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম খান মিরাজ বলেন, আমার বাবা কনস্ট্রাকশনের ব্যবসা করেন। বাবা অসুস্থ থাকায় আমি আমার বাবার ব্যবসা দেখাশোনা করছি। আমার বাবা বজলুর রহমান আঙ্কেলের বাড়ি করার সময় নির্মাণ সামগ্রী দিয়েছিলেন। এখনো কিছু টাকা বকেয়া আছে। এখন তিনি তার বাড়ির তিনতলার কাজ করবেন। সেই জন্য আমি কাকাকে গিয়ে বলি কাজটা আমাকে দেওয়ার জন্য। তার নিজের লোক আছে বলে কাকা আমাকে নিষেধ করে দেন।
কিন্তু হঠাৎ করে গত সোমবার (৩০ জুন) বজলুর রহমান কাকা আমাকে ডেকে পাঠান। আমি তার বাড়ির সামনে আসলে দেখি ছাত্রলীগের দুই নেতা ও তার লোকজন। এক পর্যায়ে আমি ওখান থেকে চলে আসার সময় আমার দলকে বিএনপিকে নিয়ে বাজে মন্তব্য করে। আমি এর নিঃসঙ্গত প্রতিবাদ করিলে তারা আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া। আমি মাটিতে পড়ে গিয়ে মাথায় এবং হাতে পায়ে আঘাত পাই। বিষয়টি আমার পরিবারের লোকজন জানতে পেরে তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে একটু ধাক্কাধাক্কি হয়। কিন্তু ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে তারা আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি সঠিক ও সুষ্ঠুভাবে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।