প্রতিনিধি ২৯ জুন ২০২৫ , ৮:৩৬:৫৮ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক ও সিরাজ আলী বায়তুল্লাহ জামে মসজিদ ৪৫নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী মো: নুরুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পর পূর্বপরিকল্পিত ভাবে হঠাৎ করে আওয়ামীলীগের দোষরা এই হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে ৪জনকে আসামী করে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আসামীরা হচ্ছে-(১) মো: জাহিদ (৫৭), পিতা-অজ্ঞাত (২) নুর নাহার (৪২), স্বামী-মো: জাহিদ (৩) মো: রনি (৩০) ও (৪) রিতু (২১) উভয়ের পিতা-মো: জাহিদ। তারা টঙ্গী পূর্ব আরিচপুর, মিরাশপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম ৪৫নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করার লক্ষ্যে এলাকায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। প্রচার-প্রচারণা দেখে এবং সুনাম ক্ষুন্ন করতে ঈর্ষান্বিত হইয়া বিবাদীরা এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় নুরুল ইসলাম মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর বিবাদী জাহিদকে নিয়ে স্থানীয় একটি দোকানের বসি। এ সময় বিবাদী জাহিদকে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও অপপ্রচার না করার জন্য অনুরোধ করি। এক পর্যায়ে বিবাদীর সাথে তার কথা কাটাকাটি হয়। পরে বিবাদীর মেয়ে রিতু অতর্কিতভাবে নূরুল ইসলামের উপর হামলার চেষ্টা করে। বিবাদীরা একাধিকবার আমাকে মারধর করতে আসেন। কিন্তু এলাকাবাসীর সহযোগিতায় বিবাদীদের হাত থেকে প্রাণে রক্ষা পাই। আমি পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
এদিকে নুরুল ইসলামের উপর হামলার ঘটনায় গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারী ও সদস্য সচিব তাজউদ্দিন তাজু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা নুরুল ইসলামের উপর হামলাকারীদের অনতিবিলম্বে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।