জাতীয়

টঙ্গীতে বিএনপির হস্তক্ষেপে তুরাগ নদী খেয়া ঘাট পারাপারে দুই টাকা করা হয়েছে

  প্রতিনিধি ২৪ জুন ২০২৫ , ৭:৪০:১০ প্রিন্ট সংস্করণ

Image 2025 06 24 at 19.25.42 823b1d16

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গী-উত্তরা যাতায়াতের জন্য টঙ্গীর তুরাগ নদের আইচি খেয়াঘাটে দীর্ঘ দিন ধরে পারাপারের জন্য জনপ্রতি ২ টাকা নির্ধারিত থাকলেও যাত্রীদের কাছ থেকে ১০ টাকা নেয়া হতো। এই অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে যাত্রীদের অভিযোগ ছিল দীর্ঘদিনের। এরই পরিপ্রেক্ষিতে টঙ্গীতে বিএনপির হস্তক্ষেপে খেয়া পারাপারে সরকার নির্ধারিত দুই টাকা ভাড়া নেওয়া নিশ্চিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে টঙ্গী বাজারে তুরাগ নদের তীরে আইচি খেয়াঘাটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
এসময় টঙ্গী পূর্ব থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আলী আকবর, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, হাজী কবির হোসেন, আইচি খেয়া ঘাটের ইজারাদার টুটুল সরকার, অ্যাডভোকেট জি এম ইব্রাহিম, মশিউর রহমান, যুবনেতা রুবেল, আরিফ, রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা বিক্রম, মাইনুল, গাজী ওমর ফারুক, জিয়াসহ বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, কাগজে কলমে নদী পারাপারের জন্য যাত্রী প্রতি ২ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও দীর্ঘদিন ধরে ১০ টাকা করে নেয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগের শোনে বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে আজ তা পূরণ করা হলো। অনুষ্ঠান শেষে অতিথি ও যাত্রীরা ২ টাকা করে টিকিট নিয়ে নদী পার হয়। এখন থেকে আগামী দিনগুলোতে যাত্রী প্রতি দুই টাকা করে ভাড়া অব্যাহত থাকবে বলে জানান তারা।

আরও খবর

Sponsered content