প্রতিনিধি ২৪ জুন ২০২৫ , ৫:৫১:১৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সাথে এক নারীর হোয়াটসঅ্যাপে অশ্লীল কথোপকথনের কিছু ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মহানগর জুড়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ‘সত্যের সন্ধানে বিএনপি ‘ নামে একটি ফেসবুক পেজ থেকে কিছু ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে। ক্যাপশনে বলা হয়, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর রাত হলেই তার নারীর নেশায় মগ্ন হয়ে যায় দায়িত্বশীল পদে থেকে একটি দলের ভাবমূর্তি বিনষ্ট করছে এবং দলকে সমাজের মানুষের চোখে ছোট করছে।
খোঁজ নিয়ে জানা যায়, ৫ ই আগস্টের পর গাজীপুর মহানগরে বিভিন্ন চাঁদাবাজি , টেন্ডার বাজি, ঝুট ব্যবসার দখল থেকে শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীদের আশ্রয় দিয়ে নিজ দলীয় প্রতিপক্ষ গ্রুপকে ঘায়েল করা সহ নানান রকম অভিযোগ পাওয়া গেছে শুক্কুরের বিরুদ্ধে। ৬ আগস্ট বিএনপি নেত্রী শামা ওবায়েদ এর গারমেন্টস প্রতিষ্ঠান “স্পেরো এপারেলসে” হামলা ভাংচুর, চাঁদা দাবী, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়া, এরপর ঢাকা- ময়মনসিংহ রোডে অবস্থিত UTAH গারমেন্টসে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে অস্ত্র সহ হামলা করে প্রতিপক্ষ গ্রুপের ১৯ টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া।
এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন, বাংলাদেশ ধান গবেষণা, কৃষি গবেষণা, জেলা পরিষদ, তাজউদ্দিন মেডিকেল কলেজ, সড়ক ও জনপথ বিভাগ সহ বিভিন্ন সরকারি অফিসে টেন্ডার নিয়ন্ত্রণ রাখতে গড়ে তুলেছেন সেভেন স্টার গ্রুপ। এছাড়া বিভিন্ন হাট বাজারের ইজারা নিতে জোর পূর্বক সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের চাপ প্রয়োগ করে আয়ত্বে নিয়েছেন হাট বাজারের দখল। ২ বছর মেয়াদ শেষ করলেও এখন পর্যন্ত করতে পারেননি মহানগর ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি। আরও অভিযোগ উঠছে টাকার বিনিময়ে বিভিন্ন কলেজ এবং থানার প্রস্তাবিত কমিটিতে রাখার চেষ্টা করছেন অছাত্র এবং ছাত্রলীগ কর্মীদের।
এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের কাছে জানতে চাইলে ছবি ও ভিডিও এডিট করা হয়েছে বলে তিনি জানান। আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এ কাজ ছড়ানো হয়েছে। আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি।