প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৫ , ৩:৫৮:০১ প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থেকে বিদেশি পিস্তল ও ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাদিম (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে পূবাইল হাড়িবাড়ি টেক এলাকায় অভিযান চালিয়ে তার বড় বোন ইলা মনির বাসা থেকে গ্রেপ্তার করে। এ সময় একটি ম্যাগাজিন, একটি বুলেট, বিদেশি পিস্তল একং ওয়ারড্রব থেকে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নাদিম গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ডের মো. মতিউর রহমানের ছেলে বলে জানা যায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত নাদিমকে মাদকদ্রব্য আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।