আইন-আদালত

চালের বস্তায় মিনিকেট লিখে প্রতারণা, লাখ টাকা জরিমানা

  নিজস্ব প্রতিবেদক :: ৬ জানুয়ারি ২০২৫ , ৬:৫৩:২৫ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 7

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাধারণ চালের বস্তায় মিনিকেট লিখে প্রতারণা করায় চাতাল কল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কীকরণ, অস্বাভাবিক চালের মজুত এবং মিলগেট মূল্য তালিকা সম্বলিত সিল না থাকার অভিযোগ প্রমাণিত হয়।
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে অভিযান চালান খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আশুগঞ্জ উপজেলার একাধিক চাতাল কলে অভিযান পরিচালনা করা হয়।
জেলা খাদ্য অধিদপ্তরের পরিদর্শক মো. রামিম পাঠান জানান, উপজেলার সোনারামপুর এলাকায় অবস্থিত সেবা রাইস মিল নামক প্রতিষ্ঠানে অস্বাভাবিক চালের মজুতের পাশাপাশি বিআর-২৮ চালের বস্তায় মিনিকেট লিখে পাটের বদলে প্লাস্টিক বস্তায় মোড়কজাত করতে দেখা যায়। এসব অসঙ্গতি ধরা পড়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযানে উপস্থিত ছিলেন।

0Shares

আরও খবর

Sponsered content