খেলাধুলা

ভারত সফরে ‘ব্যর্থ’ ইমনকে অধিনায়ক করে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা

  ক্রীড়া ডেস্ক :: ১৩ অক্টোবর ২০২৪ , ৬:৪৯:৩৫ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 2

চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে শুরু হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের জন্য আজ রবিবার (১৩ অক্টোবর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইমার্জিং এশিয়া কাপে এবারই প্রথম খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগের তিন আসরে খেলা হয়েছিল ৫০ ওভারে।
বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন পারভেজ হোসেন ইমন। এছাড়া দলে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার। তাদের মধ্যে তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিকদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন দলে। এ ছাড়া তরুণ খেলোয়াড় হিসেবে দলে আছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরা। ১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২০১৩ সালে হওয়া প্রথম আসরটি জিতেছিল ভারত। এর পরের দুই আসর জেতে পাকিস্তান।
সর্বশেষ ২০২৩ সালে ভারতকে হারিয়েই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান।
পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি, জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মণ্ডল।

0Shares

আরও খবর

Sponsered content