জাতীয়

বিএনপি ছাড়া এই দেশ গণতান্ত্রিকভাবে আর কেউ চালায়নি : ডা. মাজহারুল আলম

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫৩:৪৭ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 10

বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক স্বচ্ছ বার্তা দেশবাসী অনুধাবন করতে পারবে। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি দখলবাজি করে না, কারোর ওপর জুলুম করে না।
তিনি বলেন, বিএনপি ছাড়া এই দেশ গণতান্ত্রিকভাবে আর কেউ চালায়নি। এরশাদের দশ বছর ভোটের প্রয়োজন হয়নি, আওয়াম লীগের ষোল বছর ভোটের প্রয়োজন হয়নি, ১/১১ এর দুই বছর ভোটের প্রয়োজন ছিল না। বিএনপি চায় এদেশে সব সময় গণতন্ত্র থাকুক। জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র কায়েম করেছিলেন, আর খালেদা জিয়া সেটি পুনরুজ্জীবিত করেছিলেন। কিন্তু গণতন্ত্র ধ্বংস হয়েছে শুধু ষড়যন্ত্রের কারণে।
তিনি শনিবার বিকেলে টঙ্গী কলেজ রোডে এক গুচ্ছ বৈঠকে এসব কথা বলেন। দল গুছানোর অংশ হিসেবে শনিবার টঙ্গীর বিভিন্ন এলাকায় তিনি বেশ কয়েকটি গুচ্ছ বৈঠক করেন। টঙ্গী ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টারের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য দেন, ড়াজীপুর মহানগর তাঁতী দলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারি, বিএনপি নেতা আমির হোসেন বেপারি, ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, মো. মহিউদ্দিন, আতিকুল্লাহ মিঠু, আবুল কাশেম, জনি সরকার, সাইম সরকা, কামাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
ডা. মাজহার আরো বলেন, দখলবাজি বিএনপির কাজ নয়, বিএনপির কাজ হলো জনগণের সেবা করা। তারেক রহমানের ম্যাসেজের মর্মার্থ দেশবাসী বুঝতে পারবেন। তিনি বলেন, পৃথিবীর প্রথম ফ্যাসিস্ট মোসোলিনি, ২য় ফ্যাসিস্ট এডল্ফ হিটলার এবং তৃতীয় সর্ব নিকৃষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা।

0Shares

আরও খবর

Sponsered content