জাতীয়

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, ১ ফায়ার ফাইটারের মৃত্যু

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৪ , ৮:৪৬:০৪ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 1

নিজস্ব প্রতিবেদক:: ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় মধ্যরাতে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, সকাল ৮টার দিকে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস কর্মী মো. সোহানুর জামান নয়ন মারা গেছেন। এ ছাড়া, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিস কর্মী হাবিবুর রহমান পা কেটে আঘাতপ্রাপ্ত হন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মী নয়ন পানির পাইপ পাম্পে সংযোগ দেওয়ার জন্য কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

0Shares

আরও খবর

Sponsered content