জাতীয়

রাজশাহী সেনানিবাসে সমাপনী কুচকাওয়াজ ও শপথ

  নিজস্ব প্রতিবেদক :: ৩ নভেম্বর ২০২৪ , ৭:১৩:২৮ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 8

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২৪ এর সমাপনী কুচকাওয়াজ ও শপথগ্রহণ রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩ নভেম্বর) রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে এ কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান।
শপথগ্রহণ প্যারেডে কোয়ার্টার মাস্টার জেনারেল তার বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সঙ্গে তিনি সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটদের প্রতি অভিনন্দন জানান এবং কর্মজীবনে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
দীর্ঘ ৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে নবীন সৈনিক হিসেবে যোগদান করবেন। এবছর সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মিনহাজ হোসেন এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হন রিক্রুট আইনুর ইসলাম।
এর আগে কোয়ার্টার মাস্টার জেনারেল প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ।
রিক্রুট ব্যাচ ২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সৈনিক ও আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্য উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

0Shares

আরও খবর

Sponsered content