অপরাধ

রাজধানীর পল্লবীতে দুই সন্তানকে গলাকেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

  নিজস্ব প্রতিবেদক :: ১৬ নভেম্বর ২০২৪ , ৪:২০:০২ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 7

রাজধানীর পল্লবীতে তিন ও সাত বছরের দুই ছেলেসন্তানকে গলাকেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর বাগেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম রোহান (৭) ও মুসা (৩)। তারা আহাদ মোল্লা ও রোজিনা আক্তার দম্পতির সন্তান। তাঁরা পল্লবীর বাগেরটেক এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় থাকেন। আহাদ মোল্লা বাসাবাড়িতে নিরাপত্তার কাজ করেন এবং রোজিনা আক্তার মেসে রান্না করেন।
নিহত দুই শিশুর মা রোজিনা আক্তার জানান, আজ সকালে আহাদ কাজ শেষে বাসায় আাসেন। সকালে দুই সন্তানকে তাঁর কাছে রেখে মেসে রান্না করতে যান তিনি। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন, তাঁর সন্তানদের গলাকেটে হত্যা করে নিজে গলাই ছুরি চালান আহাদ মোল্লা। খবর পেয়ে তিনি বাসায় ছুটে আসেন। বেলা ২টার দিকে পল্লবী থানা পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আদিল হোসেন বলেছেন, পারিবারিক কলহসহ বিভিন্ন বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহাদ মোল্লাকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

0Shares

আরও খবর

Sponsered content