অপরাধ

রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ১০:০১:৩৫ প্রিন্ট সংস্করণ

Screenshot 3

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে লুট হওয়া একটি নাইন এমএম (তুরাশ) পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উত্তরা ৬ নম্বর সেক্টর নওয়াব হাবিবুল্লাহ স্কুল সংলগ্ন ২১নং সড়কের ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান। ‍তিনি বলেন, লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে অনেক অস্ত্রই লুট হয়ে যায়। সেনাবাহিনীর সহযোগিতায় সে সময় কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ নিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

আরও খবর

Sponsered content