জেলার সংবাদ

নবীনগরে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন অর্থ উপদেষ্টা

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ , ৮:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ

Screenshot 12

নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫ জুলাই ২০২৫ তারিখ শনিবার সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
নবীনগরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, এ সময় তিনি তার লেখা বই অলরাউন্ডার মাননীয় উপদেষ্টার হাতে তুলে দেন।এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল নবীনগরের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সমন্বয় সাধন। সভায় উপস্থিত কর্মকর্তারা উপজেলার সার্বিক উন্নয়নে করণীয় বিষয়াদি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
এই মতবিনিময় সভা নবীনগরের উন্নয়ন প্রক্রিয়ায় নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। এটি সরকারি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক হবে। মত বিনিময় কালে প্রধান অতিথি নবীনগরের কিছু গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি আরো বলেন বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করার জন্য এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা আর্থিক অব্যবস্থাপনা দূর করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।

আরও খবর

Sponsered content