জাতীয়

টঙ্গীতে ৫২নং ওয়ার্ড তাঁতী দলের কমিটি গঠন

  স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ৪ অক্টোবর ২০২৪ , ৭:৫৯:৫২ প্রিন্ট সংস্করণ

0Shares
Gazipur Tatidal 52 No Word Photo

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার আওতায় ৫২নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা দেওয়া হয়। টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী ও সদস্য সচিব আবুল কাসেমের যৌথ স্বাক্ষরে নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মো: আক্তার হোসেন ভান্ডারীকে আহ্বায়ক ও মো: শাহাদাত খানকে সদস্য সচিব করা হয়েছে। এতে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে আ: অহিদুল্লাহ, আলতাফ হোসেন মুসলিম, আনোয়ারুল ইসলাম সরকার শাহিন, মো: আবুল কালাম, মো: সারোয়ার হোসেন, ডা: রওশন আলী, মো: মনির হোসেন, আলমাছ আলী, দেলোয়ার হোসেন আলেক, মো: আলমগীর হোসেন।
এসময় মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় এলাকার ত্যাগী ও বহু মামলা-হামলার শিকার এবং নির্যাতিত নেতা-কর্মীদের নিয়ে প্রতিটি কমিটি গঠন করা হচ্ছে। কমিটিতে কোনো অণুপ্রবেশকারীদের ঠাঁই দেওয়া হবে না।

0Shares

আরও খবর

Sponsered content