অপরাধ

টঙ্গীতে রাস্তা সংস্কার করলেন যুবদল নেতা হোসেন মোহাম্মদ অভী

  স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ১৯ অক্টোবর ২০২৪ , ১২:০৫:৫০ প্রিন্ট সংস্করণ

0Shares
Image 2024 10 19 At 12.01.58 Pm

গাজীপুর সিটি কর্পোরেশন ৫১ নং ওয়ার্ডের যুবদলের প্রভাবশালী নেতা হোসেন মোহাম্মদ অভী (বাদশা) নিজ উদ্যোগে রাস্তার সংস্কারের কাজ করছেন। গত (১৫ অক্টোবর) সকালে টঙ্গীর গাজীপুর মহানগর ৫১ নং ওয়ার্ড খরতৈল গ্রাম কবরস্থান রোডের রাস্তার অসম্পূর্ণ কাজ এলাকাবাসীকে সাথে নিয়ে এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তায় রাবিশ ফেলে এ সংস্কারের কাজ করেন তিনি। এই রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পেঁছায়। স্থানীয়রা জানিয়েছেন বারবার সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত কেউ সংস্কার জন্য এগিয়ে আসেনি। রাস্তায় অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুঘর্টনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষেরও নাভিশ্বাস হয়ে উঠে।
এ সময় গাসিক ৫১ নং ওয়ার্ডের প্রভাবশালী যুবদলের নেতা হোসেন মোহাম্মদ অভী (বাদশা) বলেন, খরতৈল গ্রাম কবরস্থান রোডের রাস্তার দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। আমি আমার নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করছি। আপনারা ৫১ নং ওয়ার্ড বাসী আমার পাশ্বে থাকলে যেকোনো সমস্যা সকলকেই নিয়ে একসঙ্গে করার চেষ্টা করবো। আপনাদের পাশ্বে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ।

0Shares

আরও খবর

Sponsered content