জাতীয়

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরে তাঁতীদলের প্রস্তুতিমূলক সভা

  প্রতিনিধি ১৮ মে ২০২৫ , ১০:৪২:৫৭ প্রিন্ট সংস্করণ

Image 25

আব্দুল কাদের::  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা গতকাল রবিবার অনুষ্ঠিত। গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারীর সভাপতিত্বে এবং মহানগর তাঁতীদলের সদস্য সচিব তাজউদ্দিন তাজুর পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো: আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক মো: আতিক উল্লাহ মিন্টু, যুগ্ম আহ্বায়ক মো: ইজ্জত আলী, যুগ্ম আহ্বায়ক মো: জসিম সরকার, যুগ্ম আহ্বায়ক ডা: আবুল হোসন, আহ্বায়ক সদস্য মো: জুনায়েত হোসেন মুকবুল, টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক আ: কাদের, টঙ্গী পূর্ব থানার সদস্য সচিব মো: নিজাম তালুকদার, টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সদস্য সচিব মো: কাশেম, মো: বেলায়েত হোসেন, মো: জজ মিয়া, মো: হালিম রিজভী, মো: ইউনুছ, মো: আলী, মো: ওহিদ মিয়া, মো: কাজী রুবেল, মো: সুজন মজুমদার, মো: লেয়াকত হোসেন, মো: মামুন, মো: মেহেদী হাসান, মো: আবু সাঈদ, মো: ওসমান গণি, মো: রইছুল ইসলাম, মো: জাহাঙ্গীর মামুন, মো: আশিক, মো: জিয়াউর রহমান, মো: এনামুল হক, মো: সামছুর রহমান, মো: হাসান, মো: বদিউর রহমান ও মো: হাসান চঞ্চল প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের উজ্জ্বল এক নক্ষত্র। শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বীর বাঙালিরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেড ফোর্স গঠনের মাধ্যমে রণাঙ্গনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বীরউত্তম খেতাব উপাধিতে ভূষিত হয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষকের দল বিএনপি। সফল রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ গড়ার ভিত রচনা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাজনীতির পটভূমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক চিরস্থায়ী ও অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। আমাদের জাতির অহংকার। বাংলাদেশের জনগণ সারাজীবন জিয়াউর রহমানকে স্মরণে রাখবে।

আরও খবর

Sponsered content