জাতীয়

জন্মদিনে টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন

  নিজস্ব প্রতিবেদক:: ১২ ডিসেম্বর ২০২৪ , ২:০৪:২৬ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 9

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাজারে শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার ((১২ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মো. ইমাম হোসেন, লাইব্রেরিয়ান প্রফেসর ড. মো. আবু জুবাইর, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর মওলানা ভাসানীর পরিবার, মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া বেলা ১১ টায় মাজার প্রাঙ্গণে ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

0Shares

আরও খবর

Sponsered content