জাতীয়

গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:৩০:৪১ প্রিন্ট সংস্করণ

0Shares
100e7842 A514 4ec6 B030 B01651ce7011

স্টাফ রিপোর্টার :: গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরীর বাসন থানার তেলিপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন হলে আজ সোমবার (১৭ ফেব্রয়ারী) প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেককাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল ওয়হাব রিংকো। প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, প্রধান আলোচক ছিলেন গাজীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। উদ্বোধক ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মুফতি মুহাঃ নাসির উদ্দীন এবং বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় কমিটির শুরাসদস্য ও গাজীপুর মহানগর শাখার নায়েবে আমির মুহাম্মদ হোসেন আলী।
গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংবাদিকসহ উপস্থিত ছিলেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তারেক জাহাঙ্গীর, কবি মশিউর রহমান,
কোনাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, আঃ বারী, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি এম এম ফারুক, সাধারণ সম্পাদক টিপু সুলতান, গাজীপুর জেলার সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা, সাভার ও নবীনগরের সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের সবচেয়ে চক্ষুশূল পেশাটির নাম সাংবাদিকতা। বেশির ভাগ শ্রেণী-পেশার মানুষের কাছেই সাংবাদিকরা সমাদৃত নয়। পুলিশের প্রধান শত্রু সাংবাদিক। কারণ সাংবাদিকরা পুলিশের অপকর্মগুলো প্রচার করার কারনে। রাজনীতিবিদরা সাংবাদিকদের তোষামোদ করলেও মাঝে মাঝে সুযোগ পেলেই ক্ষোভ ঝারেন। কারণ তাদের বহুমুখী চরিত্র দৃষ্টিকটুভাবে ফুটিয়ে তোলেন সাংবাদিকরা। চিকিৎসকদের অনেক বড় ‘শত্রু’ সাংবাদিক। কারণ তাদের হঠকারী আচরণ এবং গলাকাটা মুনাফার বিষয়টি সাংবাদিকরাই তুলে ধরেন। সরকারি আমলাদের অনেক দুর্বলতা সাংবাদিকদের জানা। মাঝে মাঝে কিছু দুর্নীতির চিত্র তুলে ধরার জন্য। এজন্য তারাও সুযোগ পেলেই সাংবাদিকদেরকে বিপদে ঠেলে দেন। দুর্নীতি, অসততা, লুটপাট, দেশবিরোধী নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে অবিরাম লড়াইয়ে নিয়োজিত গণমাধ্যম। গণমাধ্যমকে শক্তিশালী করা, জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করা, গণমাধ্যমের বিকাশ আরও শাণিত করার নিরন্তন প্রয়াস চালিয়ে যাচ্ছে সাংবাদিক সমাজ। সাংবাদিকরা সমাজের দর্পণ, তারা জীবনের নিরাপত্তাকে প্রাধান্য না দিয়ে সমাজকে এগিয়ে নিতে কাজ করেন। এ সময় প্রেস ক্লাবের উজ্বল ভবিষ্যৎ কামনা করেন বক্তারা। আলোচনা সভা শেষে প্রেস ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অতিথিদের আপ্যায়নের মাধ্যমে সমাপ্তি করা হয়।

0Shares

আরও খবর

Sponsered content