প্রতিনিধি ৪ মে ২০২৫ , ৯:৩৩:৪১ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, উত্তরা :: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রবিবার (৪ মে) বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের খিলক্ষেত থানা বনাম দক্ষিণখান থানার খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বরণ করতে মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এলাকায় মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানা ৭১ টি ওয়ার্ড এবং ৬২০ টি ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অর্ভ্যথনা জানিয়ে আমাদের প্রিয় নেত্রিকে বরণ করে নেয়া হবে। এছাড়াও দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা: জোবায়দা রহমান, তাকেও বরণ করতে আমরা প্রস্তুত।
আমিনুল হক বলেন, বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সারা বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিএনপির প্রত্যকটি নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বসিত মনোভাব, যে আনন্দিত মনোভাব এবং সাধারণ মানুষের যে বাঁধ ভাঙ্গা জোয়ার তৈরি হবে প্রিয় নেত্রিকে অভ্যর্থনা দেয়ার জন্য। সেই বাঁধ ভাঙ্গা জোয়ার ঠেকানোর সামর্থ্য আমাদের কারো নেই।
বাংলাদেশকে নিয়ে যড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের মানুষ গনতান্ত্রিককামী। বাংলাদেশে পরিপূর্ণভাবে গনতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য এদেশের মানুষ গত ১৭ বছর ধরে যে লড়াই ও সংগ্রাম করছে। সেই সংগ্রামকে আমরা দেখছি- অন্তবর্তী সরকারের ভিতরে থেকে কতিপয় ষড়যন্ত্রকারী ও একটি গোষ্ঠী তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এসময় বিএনপির এই নেতা বাংলাদেশকে নিয়ে যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐকবদ্ধ থাকার আহবান জানান তিনি।
নির্বাচন ও অন্তবর্তী সরকার প্রসঙ্গ নিয়ে আমিনুল হক বলেন, নির্বাচনকে পিছিয়ে দিতে অন্তবর্তী সরকারের ভিতর থেকে কিছু ষড়যন্ত্রকারী কাজ করছে। তারা নির্বাচনকে পিছিয়ে রেখে আরও দীর্ঘ দিন ক্ষমতায় থাকতে চায়।
এসময় তিনি তার বক্তব্যে অন্তবর্তীকালীন সরকার জনগণের সরকারের বিকল্প হতে পারেনা বলে উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিককামী। গত ১৭ বছর তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। তাই দ্রুত সময়ে ভিতরে নির্বাচন দিন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন, আতাউর রহমান, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মহানগর সদস্য আলী আকবর আলী, জাহেদ পারভেজ চৌধুরী, নূরুল হুদা ভূইয়া নূরু,
খিলক্ষেত থানা বিএনপি আহবায়ক হাজী এস এম ফজলুল হক, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, দক্ষিণখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার, বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক রিপন হাসান খন্দকার, তুরাগ থানা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল আলী আহমেদ প্রমুখ।