জাতীয়

আবারও হিমেল-শাকিব জুটি!

  বিনোদন প্রতিবেদক :: ৬ অক্টোবর ২০২৪ , ৩:১৪:১৬ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 4

‘প্রিয়তমা’ দিয়ে রীতিমতো রেকর্ড গড়া নির্মাতা অভিনেতা জুটি হিমেল আশরাফ ও শাকিব খান। প্রিয়তমার সাফল্যের পর ‘রাজকুমার’ দিয়ে নিজেদের সাফল্য শতভাগ প্রমাণ করেছেন। এবার নতুন আরেক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন দুজন। সংবাদমাধ্যমকে নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, পরের ছবিও শাকিবকে নিয়েই বানাবেন তিনি। তবে কবে নাগাদ তা শুরু করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানাননি।
জানা যাচ্ছে, সহসা আসছে না সে সিনেমা। কেননা কিং খান এখন ব্যাস্ত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা নিয়ে। এটি শেষ করে আরও দুই পরিচালকের ছবি কাজ করবেন। তাই নতুন কাজের শাকিবকে পেতে অপেক্ষা করতে হবে হিমেলকে। তবে হিমেল অপেক্ষা করবেন শাকিবের জন্য। কেননা তিনি শাকিবকে নিয়ে ফেরার সিদ্ধান্তেই অনড়। প্রয়োজনে ২০২৬ সালে ছবি মুক্তি দেবেন। তবুও কিং খানকেই চাই তার। হিমেল আশরাফ বলেন, ‘২০২৬ সালের আগে নতুন ছবির পরিকল্পনা নেই। আপাতত সাময়িক বিরতিতে আছি বলতে পারেন। তবে এর মধ্যে নতুন ছবির গল্প নিয়ে ভাবনা শেষ। চিত্রনাট্যের কাজ চলছে।
মোহাম্মদ নাজিম উদ্দিনের এই গল্পে শাকিব ভাইকেই লাগবে, তিনি ছাড়া এটা অসম্ভব। ফিরব যখন শাকিব ভাইকে নিয়েই ফিরব।’
শাকিব-হিমেলের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাজকুমার’। এতে সুপারস্টারের বিপরীতে ছিলেন মার্কিনি অভিনেত্রী কোর্টনি কফি। আরশাদ আদনানের প্রযোজনায় এতে অভিনয় করেছেন শাকিব-কফি ছাড়াও তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

0Shares

আরও খবর

Sponsered content